বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০১৭-১৮ সালের সিলেট বিভাগীয় নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার রাতে সিলেট মহানগরীর জিন্দাবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।
রাত ১১টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, আফতাব উদ্দিন ও কুমার গণেশ পাল।
নির্বাচনে সভাপতি পদে আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক পদে এ এইচ আরিফ ও কোষাধ্যক্ষ পদে বেলায়েত হোসেন নির্বাচিত হন। পরে কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যদের মনোনীত করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি মামুন হাসান, নাজমুল কবির পাভেল, সহ সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আলী, কার্যনির্বাহী সদস্য ইকবাল মনসুর, আশকার আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ, নূরুল ইসলাম ও শংকর দাস।
দ্বিবার্ষিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুলাল আহমদ, আনিস রহমান, বিলকিছ আক্তার সুমি, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, এফ এ মুন্না, শাহীন আহমদ, রত্না আহমদ তামান্না, এস এম সুজন, হুমায়ুন কবির লিটন, সুব্রত দাস, এইচ এম শহীদুল, আব্দুল মোমিন ইমরান, শিপন আহমদ প্রমুখ।
Leave a Reply