নিজস্ব প্রতিবেদক : অকাল প্রয়াত নাট্যকর্মী ও আলোকচিত্র শিল্পী ফখরুল ইসলামকে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীরা গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত শোকসভায় ফখরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় ।
শারদা স্মৃতি ভবনে সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাবেক সাধারণ সম্পাদক নিরঞ্জন দে যাদু ও শামসুল বাসিত শেরো, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সিটি কাউন্সিলর রেজুয়ান আহমদ, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, বাপ্পি ত্রিবেদী, জাফর সাদেক প্রমুখ। পরিচালনায় ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
Leave a Reply