নিজস্ব প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাবের মহাপরিচালক বেনজির আহমদ জানিয়েছেন, পয়লা বৈশাখ সারাদেশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।
শনিবার বিকেলে সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী শাখার অপারেশন ক্লিয়ার আতিয়া মহল পরিদর্শন শেষে র্যাব-৯ সদর দফতরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
র্যাব মহাপরিচালক বলেন, সিলেটের আতিয়া মহল থেকে নয়টি বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া বিস্ফোরক বানানোর সরঞ্জাম ও বেশ কিছু রাসায়নিক পদার্থ পাওয়া গেছে।
তিনি বলেন, দেশে কোনভাবেই জঙ্গি শিকড় গাড়তে পারবেনা। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
র্যাব মহাপরিচালক জানান, আতিয়া মহলের পাঁচতলা ভবনটিতে এখনো সতর্কতার সাথে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল পরীক্ষা নিরীক্ষা করছে। পুরো ভবন পরিষ্কার করতে আরো কিছু সময় লাগবে।
Leave a Reply