আবির হাসান মানিক, তাহিরপুর : পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ঋতুরাজের রূপবন্দনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন, ‘আজি এ বসন্তে, কত ফুল ফোটে, কত পাখি গায়…’। তবে পাখি আগের মতো গান না ধরলেও, বসন্তের আগমনী বার্তা নিয়ে পলাশ-শিমুল ফুটেছে ঠিকই। বসন্ত বাতাসে এই শিমুল ফুলের নৃত্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছিলেন ভাটির জনপদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁওয়ে দক্ষিণ এশিয়ার সবচেয় বড় শিমুল বাগানে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মতো ‘বন্ধুর বাড়ির ফুলে গন্ধ’ নিতে ছুটে আসা ভালবাসার মানুষদের উচ্ছ্বাসে পুরো এলাকা জুড়ে এক অন্যরকম পরিবেশে জেগে উঠে।
১০০ বিঘার বেশি পরিমাণ জায়গায় ২০০৩ সালে ৩ হাজার শিমুলগাছ রোপণ করেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন। তবে গত এক দশকের বেশি সময় ধরে শিমুলের রক্তলাল পাঁপড়ির সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণপিয়াসী অর প্রকৃতিপ্রেমীরা এখানে ছুটে আসছেন। এর আগে এর তেমন পরিচিতি ছিলনা।
শিমুল বাগানের একদিকে ভারতের মেঘালয় পাহাড়, অন্যদিকে সীমান্তের ওপার থেকে নেমে আসা যাদুকাটা নদীর বয়ে চলার সৌন্দর্য পর্যটকদের পৌঁছে দেয় ভালোলাগার অনন্য উচ্চতায়। এবারও ব্যতিক্রম হয়নি। কেউ একা, কেউবা ভালবাসার মানুষকে নিয়ে ছুটে আসেন। কেউ কেউ আসেন পরিবারের সবাইকে। নামে মানুষের ঢল। এ যে আসলেই ভাললাগার-ভালবাসার বিষয়। জয়নাল অবেদীনও এভাবে শিমুলকে ভালবেসেছিলেন।
Leave a Reply