নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ পয়লা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে।
মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাসের প্রথমদিন শুক্রবার সন্ধ্যায় মহানগরীর জিন্দাবাজারে জাসদ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
দলের জেলা সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল হক, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সাবেক কমান্ডার মির্জা জামাল পাশা, জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া এবং আলাউদ্দিন আহমদ মুক্তা, মহিউদ্দিন আহমদ, এ টি এম বদরুল ইসলাম, আমিরুল ইসলাম এহিয়া, রাকেশ ভট্টাচার্য ও উসমান গনি।
Leave a Reply