নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আবারও মহান বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনকে রাষ্ট্রীয়ভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমি মিলনায়তনে দলের জেলা ও মহানগর শাখা আয়োজিত ‘পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস : রাষ্ট্রীয় স্বীকৃতি চাই’ শীর্ষক সভায় এ দাবি পুনর্ব্যক্ত করা হয়।
এ প্রসঙ্গে সভার সভাপতি সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ বলেন, ‘মানবসভ্যতার হাজার বছরের সংগ্রামের ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে একটি রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে একাত্তর সালে। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে ও স্মৃতি ধরে রাখতে একটি দিবস জাতীয়ভাবে পালন করা অতীব জরুরি। জাসদ ২০০১ সাল থেকেই বিজয়ের মাসের প্রথম দিন পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করে আসছে। ইতোমধ্যে বহু সংগঠন এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটিও একটি সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে।‘
তিনি অবিলম্বে পয়লা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংগঠিত করার সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।
মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন দলের জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী, মহিউদ্দিন আহমদ, মহানগর যুগ্মসাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, দফতর সম্পাদক মাহমুদুল হক চৌধুরী প্রমুখ।
এর আগে সকালে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে চৌহাট্টায় মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply