নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর মেন্দীবাগ পয়েন্টে প্রেসিডেন্ট রেস্টুরেন্ট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড থেকে রিফাত এন্ড কোং ও শাকভাত রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার অল্পের জন্যে রক্ষা পেয়েছে।
রবিবার ভোরে প্রেসিডেন্ট রেস্টুরেন্টের জেনারেটর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অনেক চেষ্টায় একই ভবনে অবস্থিত রিফাত এন্ড কোং ও শাকভাত রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের শ্রমিক সহ অন্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রিফাত এন্ড কোং এর চেয়ারম্যান আফতাব মিয়া জানান, এ ধরনের দুর্ঘটনার আশংকা থেকে তিনি প্রেসিডেন্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে বেশ আগেই সতর্ক করেছিলেন; কিন্তু তারা তাতে কর্ণপাত করেননি।
তিনি জানান, অল্পের জন্যে রিফাত এন্ড কোং ও শাকভাত রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের ১০ কোটি টাকার বিনিয়োগ রক্ষা পেয়েছে।
Leave a Reply