সুনামগঞ্জ প্রতিনিধি : প্রেমের টানে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ছুটে আসা ভারতীয় তরুণী এখন কারাগারে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০ বছর বয়সী মঞ্জুরা বেগম ভারতের আসাম প্রদেশের কামরূপ জেলার চাংসারি থানার টাপার পাথার গ্রামের মুগুর আলির মেয়ে। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
পুলিশ জানায়, বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস সাত্তার ৫ বছর আগে একটি মামলায় আসামি হলে পালিয়ে ভারতের আসামে চলে যান। সেখানেই তার পরিচয় হয় মঞ্জুরা বেগমের সঙ্গে। তাদের মধ্যে গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক। বছর খানেক পরে আব্দুস সাত্তার চলে আসেন দেশে। এরপর চলে যান বাহরাইন। তবে দু’জনের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে।
আব্দুস সাত্তারের কথা মতো বাংলাদেশে আসেন মঞ্জুরা বেগম। আব্দুস সাত্তারের ছোট ভাই ইমরান তাকে বাড়ি নিয়ে আসেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে বাহরাইনে অবস্থানরত আব্দুস সাত্তারের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়।
এদিকে বুধবার বিকেলে খবর পেয়ে বিজিবি অনুপ্রবেশের দায়ে আটক করে মঞ্জুরা বেগমকে। পরে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে রাতেই তাকে দোয়ারাবাজার থানা পুলিশে সোপর্দ করে।
বৃহস্পতিবার দুপুরে মঞ্জুরা বেগমকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
দোয়ারাবাজার থানার ওসি মো নাজির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply