সুনামগঞ্জ প্রতিনিধি : ডা প্রিয়াঙ্কা তালুকদার শান্তার আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে।
শুক্রবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি নৃপেশ তালুকদার নানু, জেলা সভাপতি বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বনিক, উপদেষ্টা নগেন্দ্র তালুকদার, সঞ্চিতা চৌধুরী, স্বপন কুমার দাস, অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, ঝন্টু তালুকদার, অ্যাডভোকেট রুহুল তুহিন, চন্দন রায়, বলরাম বণিক, বিপ্লব তালুকদার, শান্ত আচার্য্য গোষ্ঠ, প্রভাত শর্মা, বিপ্রেশ রায় বাপ্পি, জয়ন্ত বণিক ও দেবাশীষ গুপ্ত বাপ্পি।
সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা প্রিয়াঙ্কা তালুকদার শান্তা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। গত ১২ মে সিলেট মহানগরীর পাঠানঠুলা এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply