নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার চোরাচালানি মালামাল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ অক্টোবর) পরিচালিত সিলেট ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় ৭৯৮টি শাড়ি, ১২১টি কাশ্মীরি শাল, ৮১টি থ্রি পিস, ৪৫৬টি কসমেটিক সামগ্রী, ২৫৪.৪০ মিটার মকমল সোফার কভার এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২টি নৌকা সহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করা হয়।
এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ২৮০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, বিধি মোতাবেক আটককৃত চোরাচালানি মালামালগুলোর গ্রহণ করা হবে। সূত্র তথ্য বিবরণী