সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, এনজিওর মাধ্যমে দেশে নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্রঋণ সুবিধা ও বাল্যবিয়ে বন্ধের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব সাধিত হয়েছে।
তিনি আরও বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকলকে সচেষ্ট হতে হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছে।
বুধবার, ২০ মার্চ (৬ চৈত্র) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় ও ওয়ার্ল্ড ভিশন সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের উদ্যোগে আয়োজিত ‘শিশুদের ও পরিবারের জীবনমান উন্নয়নের জন্য এনজিও’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন ও ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প উপস্থাপন করেন সংস্থার সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং।
মতবিনিমিয় সভায় এনজিওসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, শিশুরা এখনও অনেক ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তারা চা বাগান ও হাওর অঞ্চলের শিশুদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়ে বলেন, প্রতিটি শিশুই একটি পরিবারের অন্তর্ভুক্ত। কাজেই, তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে সকলকেই উদ্যোগী হতে হবে।
বক্তারা বলেন, পুষ্টির ক্ষেত্রে সিলেট বিভাগ এখনও অনেক পিছিয়ে রয়েছে।
ওয়ার্ল্ড ভিশনের সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের লাইভলিহুড স্পেশালিস্ট ড মোহাম্মদ রুহুল আমিন সরকারের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, ফায়ার সার্ভিসের পরিদর্শক মো সালাউদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো মহিউদ্দিন, জেলা তথ্য অফিসের উপ পরিচালক মো সালাহ উদ্দিন, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমদ সিরাজুম মুনির রাহিল, এফপিএবির জাকিরুল ইসলাম, ডিপিএইচইর রফিকুল ইসলাম, ইসলামিক রিলিফের মো সামসুজ্জামান, এডাবের সমন্বয়কারী বাবুল আখতার, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার রিপন চন্দ্র মণ্ডল, ইউনিসেফের মো খালেদ প্রমুখ।
মতবিনমিয় সভা শেষে সিলেট অঞ্চলে সাইট্রাস ফল গ্রাম স্থাপন ও সম্প্রসারণের লক্ষ্যে প্রচার অভিযান ২০২৪ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। এ সময় ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে সকল অতিথিকে একটি করে সাইট্রাস ফলের গাছ উপহার দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply