নিজস্ব প্রতিবেদক : সারাদেশে রবিবার থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এতে সিলেট বিভাগে অংশ গ্রহণ করছে প্রায় সোয়া ২ লাখ শিক্ষার্থী। শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিন অতিবাহিত হয়েছে।
বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ৬৪৩টি কেন্দ্রে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্যে অতিরিক্ত ৩০ মিনিট সময় আছে।
এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৫৪৪ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ১শ ২০ জন ও ছাত্রী ১ লাখ ২৩ হাজার ৪শ ২৪ জন। সর্বোচ্চ পরীক্ষার্থী সিলেটে। জেলায় মোট ৭৫ হাজার ৯৩ জন পরীক্ষা দিচ্ছে।
Leave a Reply