প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আসিফ উজ জামান বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নকে সবার গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেছেন, সরকার শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ করেছে। এছাড়া প্রত্যেক বিভাগে একজন করে পরিচালক পদ সৃষ্টি করে অধিদফতরের কাজ বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উদ্যোগে সিলেট সার্কিট হাউজে শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় কালে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ পরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহাম্মদের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমদ, স্কুল ফিডিং প্রজেক্টের পরিচালক রাম চরণ দাস, সিলেটের জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তাদের পক্ষে আব্দুল মুন্তাকিন, প্রশিক্ষকদের পক্ষে আনিসুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তাদের পক্ষে আনিসুর রহমান ও প্রধান শিক্ষকদের পক্ষে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের।
বক্তারা তাদের বিভাগীয় সমস্যা ও বিভিন্ন দাবি তুলে ধরেন।
মতবিনিময় কালে জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় প্রাথমিক শিক্ষরি বিস্তার ও ঝরেপড়া রোধে প্রজেক্টের মাধ্যমে মিড ডে মিল চালু করার প্রস্তাব দেন।
Leave a Reply