মৌলভীবাজার প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক বিদ্যলয়গুলো লেখাপড়ার পাশাপাশি শিশুদের প্রকৃত মানুষ রূপে তৈরি করবে। ২০১৭ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট থাকবে না। ২০১৮ সালের জানুয়ারির মধ্যে থাকবে না জরাজীর্ণ ভবন।
মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির উদ্যোগে মেধা যাচাই প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংগঠনের চেয়ারম্যান মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল ও পৌর মেয়র ফজলুর রহমান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির ১০৪ জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।
Leave a Reply