নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান দাবি করেছেন, পৌরসভার সংরক্ষিত ২ নম্বর আসনের কাউন্সিলর রাসনা বেগম তার বিরুদ্ধে যে মামলা দায়ের করেছেন তা সাজানো। তবু পুলিশ প্রাথমিক তদন্ত না করেই উপর মহলের চাপে তা গ্রহণ করেছে। বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ সে কথা স্বীকারও করেছেন; কিন্তু তার গাড়ি চালকের মামলা থানা গ্রহণ করেনি। এসব ঘটনার পিছনে ‘প্রভাবশালী’ হাত আছে বলে সন্দেহ প্রকাশ করলেও তিনি কারও নাম উল্লেখ করেননি। অবশ্য এক পর্যায়ের সিলেট মহানগরীর ‘টিলাগড় এলাকার একটি বাসা’ প্রসঙ্গে কথা বলেন।
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল (১২ বৈশাখ) দুপুরে সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে আহুত সংবাদ সম্মেলনের মুহিবুর রহমান অলিখিত বক্তব্য রাখছিলেন।
মেয়র জানান, গত ২৩ এপ্রিল দুপুরে তিনি পৌর এলাকার মিরেরচর গ্রামে কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে কালিগঞ্জ সংযোগ রাস্তা হয়ে রামকৃষ্ণপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ চলা অবস্থায় ঠিকাদার মুন্না হোসেনের কাছে ওয়ার্ড কাউন্সিলর রফিক মিয়া (রফিক হাসান) ও কাউন্সিলর রাসনা বেগমের ৫ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা ও হুমকি-ধামকির বিষয়টি তদন্ত করতে অপর এক কাউন্সিলরসহ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছলে উল্লেখিত দুই কাউন্সিলর তার গাড়ির গতিরোধ করেন। তাকে গালিগালাজও করেন অকথ্য ভাষায়। এ সময় বেশ উত্তেজনা দেখা দেয়। তবে ‘বড় কিছু ঘটবেনা’ বিবেচনা করে তিনি অন্যপথে ঘটনাস্থলে পৌঁছেন। অথচ কাউন্সিলর রাসনা বেগম মিথ্যা তথ্য দিয়ে তাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে মেয়র তার ভাষায় একটি ‘আনকাট’ ভিডিও চিত্র প্রদর্শন করেন, যাতে উত্তপ্ত পরিস্থিতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়া স্পষ্ট। একজনের হাতে হাতুড়ি পর্যন্ত দেখা যায়। আরেকজনের হাতে লাল রঙের লাঠিও ছিল। তবে কাউন্সিলর রাসনা বেগমের অভিযোগের পক্ষে কোনো কিছু দেখা যায়নি।
মুহিবুর রহমান দাবি করেন, তিনি কখনও অন্যায় ও দুর্নীতির কাছে মাথা নত করেননি। অন্যায়কারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবসময়ই প্রতিবাদ করে আসছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ‘প্রভাবশালী’র সমর্থিত প্রার্থীর পরিবর্তে অন্য এক প্রার্থীকে সমর্থন করায় তাকে মেয়র পদ থেকে অপসারণের চক্রান্ত করা হচ্ছে।
Leave a Reply