নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলায় প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।
সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে পরীক্ষার্থীর সংখ্যা এবার ২ লাখ ৩৩ হাজার ৫৩০। মোট ৭২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রাথমিক সমাপনী পরীক্ষায় এবার ২ লাখ ১৬ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে, মেয়ে ১ লাখ ১৯ হাজার ৫৪ জন আর ছেলে ৯৭ হাজার ৬৭৪ জন।
আর ইবতেদায়ীতে ১৬ হাজার ৮০৬ জন পরীক্ষার্থীর মধ্যে রয়েছে, ৯ হাজার ৬৬০ জন ছেলে ও ৭ হাজার ১৪৬ জন মেয়ে।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply