মতিউর রহমান মুন্না, গ্রিস : প্রাচীন সভ্যতার দেশ গ্রিসে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘হাসিনা : এ ডটারস টেল’ প্রদর্শিত হয়েছে।
গ্রিসের প্রথম বহুভাষিক গ্রন্থাগার ‘উই নিড বুকস’ এর সহযোগিতায় গ্রিসে বাংলাদেশের দূতাবাস রবিবার প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের আয়োজন করে।
প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও, ছাত্র, সুশীল সমাজের প্রতিনিধি ও কয়েকটি দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ‘হাসিনা: এ ডটারস টেল’ দেখতে আসেন।
আয়োজনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতুহলের সৃষ্টি করে। ‘এ ডটারস টেল’ মোটেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন নিয়ে তৈরি নয়। বরং এতে বঙ্গবন্ধুকন্যাদের গল্প বলা হয়েছে। প্রামাণ্যচিত্রটি তার শিরোনামের মতই হৃদয় ছুঁয়ে যাওয়া এক আবহ তৈরি করে, যা বর্ণনা করে দেশটির (বাংলাদেশের) অন্ধকার একদিন কিভাবে দুই কন্যার জীবনকে পরিবর্তন করে দিয়েছে।
দর্শকরা এটা দেখে বিশেষভাবে বিস্মিত হয়েছিলেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের প্রতিষ্ঠাতা পিতার কন্যারা কিভাবে তাদের বাবা ও তাদের পরিবারের অন্য সদস্যদের নির্মমভাবে হত্যার পর সবচেয়ে সংগ্রামী সময়টি মোকাবেলা করার চেষ্টা করেছিলেন। দেশকে সোনার বাংলায় পরিণত করার জন্য পিতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রীর দৃঢ় প্রতিশ্রুতি ও নিঃস্বার্থ সংকল্পে উদ্বুদ্ধ নিরলস প্রচেষ্টা দর্শকদের মন কেড়েছে।
বহুভাষিক গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আইওনা নিসিরিউয়ের সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যের আগে চলচ্চিত্রটির প্রদর্শনী হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দূতাবাসের চলমান অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য দর্শকদের ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্ষম ও গতিশীল নেতৃত্বে রূপকল্প-২০৪১ এ পরিকল্পিত সমৃদ্ধি, আধুনিকতা, অন্তর্ভুক্তি, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সমৃদ্ধ বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলায় পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত আগামী দিনে গ্রিসের বিভিন্ন প্রান্তে এ ধরনের আরও স্ক্রিনিং আয়োজনের জন্য দূতাবাসের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
Leave a Reply