মৌলভীবাজার প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন জনসাধারণকে ফ্রিপল ত্রিতে কল সেন্টারে ফোন করে ৫০ ধরনের ডিজিটাল সেবা গ্রহণ করার আহবান জানিয়েছেন।
তিনি আরো বলেছেন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের বিকল্প কিছু নেই। তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ রক্ষায় সামাজিক বনায়ন ও ছাদ কৃষির মাধ্যমে বৃক্ষরোপণ করে দেশে শতকরা ২৫ ভাগ বনভূমি নিশ্চিত করতে হবে।
মৌলভীবাজারে ফ্রিপল ত্রি কল সেন্টার উদ্বোধন, অনলাইন ডিলিং লাইসেন্স সিস্টেম ও ছাদ কৃষি কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মৌলভীবাজার জেলা প্রশাসন রবিবার বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে এ অবহিতকরণ সভার আয়োজন করে। জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
Leave a Reply