সিলেটে প্রাকৃতিক ঝুঁকি মোকাবেলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
তিন দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান, আলোচনা সভা ও চা শ্রমিক পরিবারের শিশুদের জন্য শিক্ষা উপকরণ প্রদান।
আয়োজকরা জানিয়েছেন, সিলেট থেকে এ কর্মসূচির সূচনা করা হলো। পরবর্তী সময়ে সারাদেশে এই কর্মসূচি ছড়িয়ে দেয়া হবে।
প্রথমদিনে সিলেট বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুরা চা বাগানে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ বিতরণ করা হয়।
বিকেলে চা শ্রমিক ইউনিয়ন সিলেট চা ভ্যালির সভাপতি রাজু গোয়ালার হাতে শিশুদের জন্য শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও কে এ এম ফেরদৌস, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ, ঢাকা মালিবাগ ব্র্যাঞ্চের ইনচার্জ মামুনুর রশীদ ও সিলেট অঞ্চলের সিনিয়র ডেপুটি জেনালের ম্যানেজার এসএম মাসুদুর রহমান।
দ্বিতীয় দিন সকালে সিলেটের বিভিন্ন ব্যাংকে ও ব্যবসায়ীদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়।
বিকেলে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পরিচালকদের সাথে ‘ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ে মতবিনিময় করা হয়।
সিলেট চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চেম্বার পরিচালক হিজকিল গুলজার ও মুকির হোসেন চৌধুরী।
শেষদিনে সিলেটের জাফলংয়ে তামাবিলের মোকামবাড়ি এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এতে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের কর্মকর্তারা অংশ নেন। এলাকায় প্রায় দেড় শ বৃক্ষ রোপন করা হয়। এসময় সিলেটে সর্বোচ্চ করদাতা জালাল উদ্দিন ও আলীম উদ্দিন সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply