প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে।
রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ৬ উইকেটে প্রতিপক্ষকে পরাজিত করে।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩২.৪ ওভারে মাত্র ৯০ রানে অলআউট হয় সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় দল। অন্যদিকে প্রায় ৩২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। ইনিংস সেরা ১৮ রান করে অপরাজিত থাকেন, দলের অধিনায়ক রাকিবুল ইসলাম সজিব। ম্যাচ সেরার পুরস্কারও তিনি জিতে নেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক হানিফ ভূঁইয়া ও প্রাইম ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান।
টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান ও সেরা ক্রিকেটার হয়েছেন মানিকগঞ্জ মডেল হাই স্কুলের রেজাউল ইসলাম। সেরা বোলার হয়েছেন চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুলের মোর্শেদ আলম।
Leave a Reply