মতিয়ার চৌধুরী, লন্ডন : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রস্তাবিত নাগরিকত্ব আইন নিয়ে প্রবাসীদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। শেখ হাসিনার সরকার এমন কোন সিদ্ধান্ত নেবেনা যাতে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হন। একটি মহল এই বিষয়টিকে নিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
রবিবার দুপুরে লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে ব্রিটেনে প্রবাসী বাংলাদেশীদের সাথে প্রস্তাবিত নাগরিকত্ব আইন নিয়ে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, প্রবাসীদের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কয়েকটি ধারা খসড়া থেকে বাদ দেয়া হবে।
২০১৫ সালের প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইন নিয়ে ব্রিটেনে বসবাসরত সচেতন নাগরিকবৃন্দ ও প্রবাসীদের কয়েকটি সংগঠন প্রস্তাবিত আইনের কয়েকটি ধারা বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন সময় লন্ডনে বাংলাদেশে মিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
আইনটির বিভিন্ন দিক নিয়ে প্রবাসীদের মতামত ও উদ্বেগের কথা জানতে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রবাসীরা আইনটির বিভিন্ন ধারা নিয়ে নিজেদের উদ্বেগের কথা সরাসরি জানালে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দকে উদ্দেশ্যে করে আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানের জেল থেকে ছাড়া পাবার পর লন্ডন প্রবাসী বাংলাদেশীদের কাছে প্রথম এসেছিলেন এবং তিনি প্রবাসীদের ভোটাধিকার সহ দ্বৈত নাগরিকত্ব দিয়েছিলেন। তার কন্যা এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করবেননা যাতে প্রবাসীরা হয়রানির শিকার হন।
আইনমন্ত্রী আনিসুল হক আরো বলেন, বিএনপি-জামায়াত সরকার কারও সাথে কোন আলোচনা ছাড়াই একতরফা ভাবে ২০০৫ সালে এই নাগরিকত্ব আইনের খসড়া প্রণয়ন করে। বর্তমান সরকার সবার সাথে আলোচনা করে এটাকে কার্যকরী রূপ দিতে যাচ্ছে।
তিনি বলেন, এ আইন সকল বাংলাদেশী ও প্রবাসী বাংলাদেশীদের সমঅধিকার দেবে। এ আইনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের সম্পত্তির অধিকার কোন ভাবেই ক্ষুন্ন হবে না ।
মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডা দীপু মনি, রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন, মিনিস্টার প্রেস সাংবাদিক নাদিম কাদির, লন্ডনে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি মনিরুল ইসলাম কবীর, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সহ সভাপতি জালাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, হরমুজ আলী, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, সত্যবাণীর প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান, নাগরিকত্ব আইনে প্রবাসী স্বার্থ বিরোধী ধারার প্রথম প্রতিবাদকারী ডা জাকি রেজওয়ানা আনোয়ার, ব্যারিস্টার নজির আহমেদ, কমরেড মশুদ আহমেদ, কমিউনিটি নেতা আলাউদ্দিন আহমদ, মাহবুব হোসেন, আব্দুল কাইয়ুম কয়সর, ব্যারিস্টার এনামুল হক, নাসির আহমদ, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব, এটিএন বাংলার সিইও হাফিজ আলম বক্স, বেতার বাংলার নাজিম চৌধুরী, ব্যারিস্টার অনুকূল তালুকদার ডালটন, বাংলাদেশ সেন্টারের পক্ষে জাহাঙ্গির খান, জাকির হোসাইন, আব্দুল কাইয়ুম ও ব্যারিস্টার তাকের চৌধুরী সহ বাংলাদেশী কমউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply