বদরুল মনসুর, কার্ডিফ : প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইন ২০১৬-এর প্রবাসীদের স্বার্থের পরিপন্থী ধারাগুলো বাতিল ও সংশোধনের দাবি জানিয়ে এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে ব্রিটেনের কার্ডিফে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওয়েলস বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে কার্ডিফ বাংলাদেশ সেন্টারে সোমবার বিভিন্ন শহর থেকে আগত শতাধিক প্রবাসীর উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কার্ডিফ বাংলাদেশ সেন্টারের ট্রাস্টি এম মাসুদ আহমদের সভাপতিত্বে ও কমিউনিটি লিডার মকিস মনসুর আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের পৃষ্ঠপোষক কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রবাসী সমিতি ইউকের সভাপতি এস এম আলাউদ্দিন আহমদ, ব্যারিস্টার নাজির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ হোসেন ও লন্ডন থেকে আগত শাহ চুনু মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার শেখ তাহির উল্লাহ্, আব্দুল কাদির, কাউন্সিলার আলী আহমদ, আব্দুল হান্নান শহীদুল্লাহ, আক্তারুজ্জামান কুরেশী নিপু, আনা মিয়া, শেখ মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ লিয়াকত আলী, আহমেদ রহমান সালেহ, সৈয়দ আশরাফ আলী, মোহাম্মদ জুয়েল মিয়া, শেখ আতিকুজ্জামান, মুজিবুর রহমান, ইউসুফ খান জিমি, খলিলুর রহমান, নজরুল ইসলাম, নোমান চৌধুরী, মুহিবুর রহমান খসরু, আশরাফ হোসেন, মিনহাজ আহমদ, সেলিম আহমদ, মফিকুল ইসলাম ও আব্দুল কাদির।
সমাবেশে গৃহীত প্রস্তাবে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করা ও জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়।
Leave a Reply