২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : সময় এখন আমাদের’ শিরোনামে একটি বাস্তবমুখী, সময়োপযোগী ও ব্যবসা-বাণিজ্য বান্ধব বাজেট জাতীয় সংসদে পেশ করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ, জ্যেষ্ঠ সহ সভাপতি মো লায়েছ উদ্দিন ও সহ সভাপতি মো এমদাদ হোসেন এক বিবৃতিতে এই অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ঘোষিত ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট সরকারের উন্নয়নমুখী চিন্তাধারার প্রতিফলন ঘটায়। শিক্ষা খাত যেকোন দেশের সামগ্রিক উন্নয়নের মূল চাকিকাঠি। তাই শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ ৬৫ হাজার ৪৫০ কোটি টাকা বরাদ্দ দেশের মানবসম্পদ ও প্রযুক্তি খাতের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।
তারা মনে করেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সিলেটবাসীর জন্য নব অধ্যায়ের সূচনা করবে।
সিলেট চেম্বার নেতৃবৃন্দ বলেন, পরিবহণ ও যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ এবং কৃষি খাতে বরাদ্দ ও সরকারি ভর্তুকি বৃদ্ধির ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প ও উৎপাদনমুখী খাতের বিকাশ ঘটবে।
তারা বলেন, বাজেটে বার্ষিক ৩৬ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের ক্ষেত্রে ভ্যাট মওকুফ করায় ব্যবসায়ী ও করদাতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পাবে। দেশীয় শিল্পকে সুরক্ষার নিমিত্তে কিছু কিছু আমদানি পণ্যের উপর সম্পূরক শুল্ক আরোপ করা সরকারের দূরদর্শিতা প্রমাণ করে। এতে দেশীয় শিল্পের বিকাশ ও দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
এছাড়া কম্পিউটার যন্ত্রাংশ, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য হ্রাসের বিষয়টি জনজীবনের জন্য অত্যন্ত ইতিবাচক। ঘোষিত বাজেটে পল্লী ও হাওর অঞ্চলের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতে মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি খাতে বরাদ্দ বৃদ্ধি করায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সমূহের উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তারা উল্লেখ করেন।
Leave a Reply