NATIONAL
Chief Adviser's Press Secretary Shafiqul Alam said that Bangladesh is interested in developing relations with India
সংবাদ সংক্ষেপ
বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশী ও ভারতীয় নাগরিক আটক মাধবপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংবর্ধনা জ্ঞাপন জুড়ীতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন কোতয়ালি পুলিশ বন্দরবাজার থেকে ১২০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে সুদৃঢ় ঐক্যে অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকারে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত জকিগঞ্জে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সালেহ আহমদ নক আউট টুর্নামেন্টে লাখাই জিরুন্ডা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার পলাতক আসামি অস্ত্র গুলি ও মাদকসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও জেলা পুলিশের যৌথ অভিযানে ডাকাত সর্দার অস্ত্র ও গুলি সহ গ্রেফতার বিজিবির অভিযানে সাড়ে ৯৭ লাখ টাকার চোরাচালানী মালামাল সহ আটক ২ ব্রিটিশ পাসপোর্টে নো-ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের রোটারি ক্লাব অব হবিগঞ্জের ৩৩ তম অভিষেক || প্রধান অতিথি ছিলেন প্রাক্তন গভর্নর মাধবপুর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব আনন্দ আয়োজনে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ১৫ বছর পূর্তি উদযাপন সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা || ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর

প্রস্তাবিত জাতীয় বাজেট গণকল্যাণমুখী ও সময়োপযোগী : সিলেট চেম্বার

  • শুক্রবার, ১০ জুন, ২০২২

২০২২-২০২৩ অর্থবছরের জন্য বর্তমান পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে একটি ব্যবসা-বাণিজ্য ও শিল্পবান্ধব বাজেট জাতীয় সংসদে পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বর্তমান সরকারকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সিলেট চেম্বার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শীর্ষক দেশের ৫১তম, আওয়ামী লীগ সরকারের ২২তম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেটে মহামারির এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ ও বাংলাদেশের অর্থনীতির সার্বিক উন্নয়নে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে।
এসসিসিআই নেতাদের মতে, ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার ৭.৫% শতাংশ ধরা হয়েছে, যা বর্তমান সরকারের জীবনমান পরিবর্তনমুখী মনোভাবের বহিঃপ্রকাশ। সবার জন্যে পেনশন সুবিধা রাখা হয়েছে, যা সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সেই সঙ্গে উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে উৎপাদকের কাঁচামাল সরবরাহের উপর উৎসে কর ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে। এছাড়াও ব্যবসায়িক পণ্য সরবরাহের উপর উৎসে করহার ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নিয়ে আসা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্টার্ট-আপ উদ্যোক্তাদের আয়কর রিটার্ন দাখিল ব্যতীত অন্য সবধরনের রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। পাশাপাশি স্টার্ট-আপ কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। স্টার্ট-আপ উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যয় সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার ও টার্নওভার কর দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ১০ শতাংশ করা হয়েছে। মূসক বা টার্নওভার কর (৯.১) দাখিলপত্র পেশ না করার ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা হতে হ্রাস করে ৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। করদাতাগণের অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে জরিমানা আরোপ না করার প্রস্তাব করা হয়েছে। এসি ও নন এসি রেস্তোরাঁর উপর মূসক হার যথাক্রমে ১০ শতাংশ ও ৫ শতাংশের পরিবর্তে উভয় ক্ষেত্রে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থ আইনে কর্পোরেট কর হার ৩০ শতাংশ থেকে ২৭.৫ শতাংশ হ্রাসের প্রস্তাব করা হয়েছে। বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্সের বিপরীতে প্রণোদনার হার ২ শতাংশ থেকে বাড়িয়ে ২.৫ শতাংশ করায় দেশে রেমিটেন্সের প্রবাহ বাড়বে।
উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি গ্রহণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখা, স্থানীয় শিল্পের বিকাশ, প্রতিরক্ষণ ও বাণিজ্য সহজীকরণের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানিমুখী ও ভারী শিল্পের বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান, ‌‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান অব্যাহত রাখা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এক হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কৃষি, শিল্প, শিক্ষা, যোগাযোগ ও সামাজিক নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য বরাদ্দ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিকভাবে বাস্তবায়িত হলে এই বাজেট দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে বলে সিলেট চেম্বার নেতৃবৃন্দ মনে করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest