সুনামগঞ্জ প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ দেওয়ায় সময় নারী ইউএনওকে না রাখার ব্যাপারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি শহরের আলফাত স্কয়ারে এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সুনামগঞ্জের নারী আন্দোলনের নেতা শীলা রায়, জ্যেষ্ঠ আইনজীবী স্বপন কুমার দাস রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য্য, সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, জেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরিফা আশ্রাফী ও মতিয়া বেগম।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ দেওয়ার ক্ষেত্রে নারী ইউএনওর বিকল্প চেয়ে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ নারীর ক্ষমতায়ন, আইন ও সংবিধান বিরোধী। ইউএনও পদটি নারী কিংবা পুরুষ নয়, এটি একটি প্রতিষ্ঠান। তাই এ পদে যিনি থাকবেন তাকে তার দায়িত্ব পালন করতে দিতে হবে।
Leave a Reply