হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশ বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বলে দলের জেলা সাধারণ সম্পাদক জি কে গউছ অভিযোগ করেছেন।
মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জি কে গউছ বলেন, পুলিশ প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। সোমবার রাত পর্যন্ত গ্রেফতার করেছে ১৩৫ জনকে। প্রশাসনের আচরণ নিরপেক্ষ নয়। তাদের মধ্যে পক্ষপাতিত্ব লক্ষ্য করা গেছে।
তবে তিনি বলেন, যতই হামলা মামলা করা হোক, জনগণ সাথে আছে, ভোটের মাঠ থেকে তারা সরে যাবেন না।
এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply