সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে তার পরিবার সংবাদ সম্মেলন করেছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে আহুত এ সংবাদ সম্মেলনে আবু তৌহিদ জুয়েলের ভাই প্রভাষক সুয়েবুর রহমান এ দাবি জানান।
গত ১ ডিসেম্বর ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন প্রভাষক আবু তৌহিদ। এ ঘটনায় ১১ জনকে আসামি করে ধর্মাপাশা থানায় মামলা দায়ের করা হলেও এ পর্যন্ত প্রধান আসামি সহ ৮ আসাম ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
Leave a Reply