নিজস্ব প্রতিবেদক : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দরিদ্র জনগোষ্ঠী দালালদের মাধ্যমে অবৈধভাবে বিদেশ গিয়ে নানাভাবে প্রতারিত হচ্ছেন।
শনিবার সকালে সিলেট জেলা পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এসময় ইমরান আহমদ প্রবাসযাত্রার ক্ষেত্রে দালালদের উপর নির্ভর না করারও আহবান জানান।
তিনি বলেন, সরকার বৈধভাবে বিদেশে যাওয়া ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। দালালদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে সাধারণ মানুষ ও পুলিশকে একসাথে কাজ করতে হবে।
সিলেট জেলা পুলিশ সুপার মো ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম।
Leave a Reply