লন্ডন প্রতিনিধি : দিঘলবাঁক ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকে-ডিইউডির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ইনাতগঞ্জ-দিঘলবাঁক গণদাবী পরিষদের উপদেষ্টা ইব্রাহীম খান আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মঙ্গলবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় এসেক্সের কিং জর্জ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। ইব্রাহীম খান তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরদিন বাদ জোহর হ্যানাল্টের পিস অব গার্ডেনে নামাজে জানাজা শেষে তাকে পিস অব গার্ডেন গোরস্থানে সমাহিত করা হয়।
ইব্রাহিম খানের দেশের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাঁক ইউনিয়নের ঐতিহ্যবাহী দিঘলবাঁক গ্রামে। তিনি ব্রিটেনে দিঘলবাঁক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকে প্রতিষ্ঠা সহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
১৯৭১ সালে তিনি প্রবাসে মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে কাজ করেন।
ইব্রাহীম খান হবিগঞ্জ বৃন্দাবন কলেজ থেকে স্নাতক পাশ করার পর ১৯৬৮ সালে ব্রিটেনে আগমন করেন।
Leave a Reply