আতিকুল ইসলাম, যুক্তরাজ্য : প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রিটেনের কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ট্রাস্টি ও মোতওয়াল্লি, আনজুমানে আল-ইসলাহ ইউকের ওয়েলস ডিভিশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মৌলভীবাজারের কচুয়া গ্রামের আবু বক্কর (কটু মিয়া) কার্ডিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা ২১ আগস্ট কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে সম্পন্ন হয়। এতে ইমামতি করেন, কার্ডিফ শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান। এর পূর্বে কমিউনিটিতে মরহুমের নানা অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, শাহজালাল মসজিদের সাবেক ট্রাস্টি গোলাম মোহাম্মদ মোস্তফা, সাবেক ট্রাস্টি আব্দুল আহাদ চৌধুরী, মানিক মিয়া ও পরিবারের পক্ষ থেকে মরহুমের ভাতিজা ও জামাই মোহাম্মদ মকিস মনসুর।
নামাজে জানাজায় ওয়েলস কার্ডিফ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, ইসলামিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দসহ বৃটেনের বিভিন্ন শহর থেকে আসা আত্মীয়-স্বজন, গ্রামবাসী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
মরদেহ দেশে নেওয়ার পর ২৩ আগস্ট নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে কচুয়া আল-মনসুর হাউসের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ঈমামতি করেন, কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ঈমাম ও খতীব মাওলানা মোহাম্মদ বদরুল হক। দোয়া পরিচালনা করেন, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রধান ক্বাররী মাওলানা সিরাজুল ইসলাম মাসুক।
আবু বক্কর কটু মিয়ার মৃত্যুতে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, ইউকের সাবেক প্রেসিডেন্ট মুফতি মাওলানা আব্দুল জলিল, প্রেসিডেন্ট শায়খুল হাদীস হযরত মাওলানা নজরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি
মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মোহাম্মদ ফিরোজ আহমদ, সাধারণ সম্পাদক এম এ মালিক, নিউপোট আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, ওয়েলস বিএনপির সাবেক সভাপতি মাসুদ আহমেদ, মোস্তফা সালেহ লিটন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কার্ডিফ কাউন্টি কাউন্সিার আলী আহমদ, কাউন্সিলার দিলওয়ার আলী, কাউন্সিলার ড বাবলিন মল্লিক, কাউন্সিলার জেসমিন চৌধুরী ও কাউন্সিলার সালেহ আহমদ সহ বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply