মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বন্যার্তদের মধ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
রবিবার রাজনগর উপজেলায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করে গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও তুয়ান ফাউন্ডেশন।
সংগঠনের চেয়ারম্যান ফারুক আহমদ উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর, সাদাপুর, সাবাজপুর ও গোবিন্দপুর গ্রামের শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ এবং চাল, ডাল, তেল, আলু, লবন, মরিচ, খাবার স্যালাইন, প্যারাসিটামল ও দিয়াশলাই বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান ও ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকুল দাশ।
Leave a Reply