জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারের বিশিষ্ট সমাজসেবক আব্দুল হক চৌধুরীর আমেরিকা প্রবাসী ছেলে জুড়ী সামাজিক ও সাংস্কৃতিক সমিতি অব ইউএসএ ইনকর অন্যতম সদস জালাল আহমেদ চৌধুরী শাহীনকে জুড়ী উপজেলা সাংবাদিক সমিতি সংবর্ধনা জ্ঞাপন করেছে।
বুধবার সন্ধ্যায় জুড়ী এন্ড্রয়েড স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনেরর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো তাজুল ইসলাম, জুড়ী নিউমার্কেট বাসস্ট্যান্ড বড় মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো মুজিবুর রহমান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, উপজেলা সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি কল্যাণ প্রসূন চম্পু, উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাবেক সভাপতি ডা এম এইচ কবীর ভূঁইয়া ও পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন।
Leave a Reply