যুক্তরাজ্য প্রবাসী ছড়াকার ও গীতিকার সৈয়দ হিল্লাল সাইফের সম্মানে ছড়া আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মহানগরীর সারদা স্মৃতি ভবনে ছড়ামঞ্চ সিলেটের উদ্যোগে এই ছড়া আড্ডা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সিরাজ উদ্দিন শিরুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ছড়াকার ও গীতিকার সৈয়দ হিল্লালসাইফ।
মোহাম্মদ বাদশা গাজীর সঞ্চালনায় ছড়া আড্ডায় উপস্থিত ছিলেন, তারেশ কান্তি তালুকদার, কয়েস আহমদ মাহদী, চন্দ্র শেখর দেব, ওবায়দুল মুন্সি, মাশুক হাসান, সৈয়দ আলমগীর আহমদ, নিরঞ্জন চন্দ্র দে, ইমন শাহ, জুয়েল আহমদ, ইসমাইল, সোহাগ, ইমন ও আরিফ।
Leave a Reply