আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, শীতবস্ত্রের অভাবে অসহায় মানুষেরা দুঃসহ জীবনযাপন করেন। তাই এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। প্রবাসী খালিকুজ্জামান খালিছের মতো বিত্তবানদের এগিয়ে আসতে হব।
শনিবার সিলেট মহানগরীর গোয়াবাড়ি খেলার মাঠে প্রবাসী খালিকুজ্জামান খালিছের উদ্যোগে শীতার্তদের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোয়াবাড়ি জামে মসজিদের মোতাওয়াল্লি ফজলুর রহমানের সভাপতিত্বে ও প্রথম বিভাগ ক্রিকেট লীগের সহকারী সম্পাদক এহিয়া আহমেদ সুমনের পরিচালনায় কর্মসূচিতে প্রধান আলোচক ছিলেন, প্রবাসী খালিকুজ্জামান খালিছ। বিশেষ অতিথি ছিলেন, সিলেট সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, সিসিকের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ ও জালালাবাদ থানার ওসি ওয়াকিল উদ্দিন আহমেদ।
Leave a Reply