নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকা সকল দপ্তর-অধিদপ্তরকে এক জায়গায় নিয়ে আসা হবে। এ জন্যে প্রতিটি বিভাগীয় শহরে নির্মাণ করা হবে একটি করে ভবন। এতে প্রবাস সংক্রান্ত নানা সমস্যা দ্রুত সমাধান করা যাবে।
শনিবার, ৯ মার্চ (২৫ ফাল্গুন) দুপুরে সিলেট মহানগরীর উপকণ্ঠে একটি রিসোর্টে বিভাগীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত ‘অভিবাসী/প্রত্যাগত অভিবাসী কর্মীর কল্যাণে বহুমুখী কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন’ সংক্রান্ত সেমিনার এবং ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও জানান, বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় প্রবাসী ও প্রবাসযাত্রীদেরকে হয়রানির বন্ধে বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত প্রবাসী সেলকে আরও শক্তিশালী করা হবে।
শফিকুর রহমান চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ও প্রত্যাগত অভিবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা কাজ করছে। বাস্তবায়ন করছে বিভিন্ন প্রকল্প। এসব প্রকল্পের অধীনে বিদেশে কেউ মৃত্যুবরণ করলে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রবাসী পরিবারে কেউ প্রতিবন্ধী থাকলে তাকেও দেওয়া হয় আর্থিক সহযোগিতা। প্রত্যাগত প্রত্যেক অভিবাসী ১৩ হাজার ৫০০ টাকা করে অনুদান পান, যাতে প্রশিক্ষণ নিয়ে বা নিজের উদ্যোগে কর্মসংস্থান করতে পারেন। এসব কাজের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মানুষকে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় বর্তমানে দেশের লাখো মানুষ বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছেন।
তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম। বক্তব্য রাখেন রেইজ প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান, আইওএম প্রতিনিধি ইউসুফ আব্দুস সাত্তার, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ ও আইওএমের সিনিয়র স্পেশালিস্ট নাসরীন জাহান।
পরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মৃত্যুবরণকারী প্রবাসী পরিবারের সদস্য ও প্রবাসী পরিবারের প্রতিবন্ধী সন্তানদের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়।
Leave a Reply