সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রবাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দ্বায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেনও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করে যাবেন।
রবিবার রাতে মহানগরীর দক্ষিণ সুরমায় জেলা তাঁতী লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেনের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন।
আরও বক্তব্য রাখেন ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো ছয়েফ খান, সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলু, ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহ আলম জুনেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এন ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply