নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রবাসীরা বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী হয়ে উঠেছেন। তাই এখন আর দেশে রেমিট্যান্স পাঠাতে খুব আগ্রহী নন। এ কারণে রেমিট্যান্স প্রবাহ কমে গেছে।
শনিবার সকালে সিলেট মহানগরীর নাইয়রপুল এলাকায় সিটি করপোরেশনের একটি সৌন্দর্যবর্ধন ফোয়ারা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, দেশে প্রেরণ ফি বেশি হওয়াটাও রেমিট্যান্স প্রবাহ কমে যাবার অন্যতম কারণ। আগামী মাস নাগাদ এই ফি কমানোর সম্ভাবনা রয়েছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারি হিসেবে জমির মূল্য খুবই কম নির্ধারণ করায় অনেকে বাইরে টাকা পাঠিয়ে দিচ্ছে।
উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, যে বাড়িটির দাম এক কোটি টাকা সেই বাড়ির দাম সরকারিভাবে ধরা হয় ৩০ লাখ টাকা। এতে ৭০ লাখ টাকা কালো হয়ে যায়।
অর্থ পাচার সব দেশেই হয় বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে একটু বেশি হয়েছে। এ জন্যে সরকারও দায়ী। তাই ভূমিমূল্য বাজারের সাথে সামঞ্জস্য রেখে র্নিধারণ করা হবে।
Leave a Reply