বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহবান জানিয়েছেন।
তিনি বলেছেন, বৈধপথে রেমিট্যান্স পাঠালে পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান যেমন নিশ্চিত হয় তেমনি প্রবাসের কষ্টার্জিত অর্থ দেশে বৈধ আয় বলেও বিবেচিত হয়।
তিনি দেশের এ প্রয়োজনীয় মুহূর্তে বৈধপথ ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানোর আহবান জানান।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখছিলেন।
এ সময় জেলা প্রশাসন থেকে দেওয়া তথ্য মতে, ২০০৫ সাল থেকে চলতি বছরের ৫ ডিসেম্বর পর্যন্ত মৌলভীবাজার জেলা হতে ২ লাখ ৫২৪ জনের বিভিন্ন দেশে বৈদশিক কর্মস্থান হয়েছে।
আরও জানানো হয়, আগামী ১৮ ডিসেম্বর আর্ন্তজাতিক অভিবাসী দিবস উপলক্ষে ৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মাসব্যাপী মৌলভীবাজারের অভিবাসীদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে বৈধপথে তথা ব্যাংকিং চ্যানেলে দেশে অর্থ পাঠানোর জন্য উৎসাহ দিতে আধাসরকারি পত্র ও এসএমএস বার্তা পাঠানো হবে। ইতোমধ্যে উপজেলাগুলোর ইউএনও ও ইউপি চেয়ারম্যানসহ সকলকে সম্পৃক্ত করে প্রবাসীদের তালিকা তৈরি করা হয়েছে।
জেলার ১ হাজার ১০ জন প্রবাসীর ঠিকানায় এ অভিবাদনপত্র পাঠানো হবে এবং পত্রে হুন্ডি বা অবৈধ পথে তারা যেন টাকা না পাঠান সে বিষয়েও অনুরোধ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাহিদ আক্তার।
Leave a Reply