হেনো মমো : সিলেট জেলা পুলিশের প্রবাসী কল্যাণ ডেস্ক এখন থেকে ২৪ ঘণ্টাই চালু থাকবে। সংযুক্ত হয়েছে মোবাইল ফোন, যে হটলাইন নম্বরে যেকোন দেশ থেকে যেকোন সময় প্রবাসীরা যোগাযোগ করতে পারবেন। এখানে সিলেটের আঞ্চলিক ভাষায় পারদর্শী নারী পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, প্রবাসীরা প্রায়ই এমন সময় কল্যাণ ডেস্কে যোগাযোগ করেন, যখন দেশে দেশে সময়ের তারতম্য কারণে অর্থাৎ দিনরাতের ব্যবধানের জন্যে সংযোগ পাননা। ফলে তাদের কথা তারা বলতে পারেননা যথাসময়ে। পুলিশও তাদেরকে তাৎক্ষণিক কোন সেবা দিতে পারেনা।
তিনি বলেন, এই অবস্থা থেকে বের হতে আসতে এবং প্রবাসীদের কথা শোনা বা প্রত্যাশা অনুযায়ী তাৎক্ষণিক সেবা দেওয়ার উদ্দেশ্যেই এ মোবাইল ফোন নম্বর সংযুক্ত করা হয়েছে। এতে হোয়াটসঅ্যাপ এবং ভাইবারেও যোগাযোগ করা যাবে। প্রয়োজনের ফোনের সংখ্যা বাড়ানো যেতে পারে।
এখন থেকে প্রবাসীদেরকে নিজেদের প্রয়োজন ও আইনানুগ প্রত্যাশা প্রবাসী কল্যাণ ডেস্কের এই নম্বরে (০১৩২০১১৭৯৭৯) কোন ধরনের সংকোচবোধ না করে দিনে কিংবা রাতে যখন সুবিধা জানাতে পুলিশ সুপার আহবান জানান।
তিনি আশা প্রকাশ করেন, এখন থেকে প্রবাসী কল্যাণ ডেস্ক দেশে-বিদেশে সিলেটবাসীর জন্যে সার্বক্ষণিক সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে পারবে।
Leave a Reply