প্রবাসীদের অর্থায়নে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একতা একাডেমি উচ্চ মাধ্যমিক নতুন শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বিকেল ৪টায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও একতা একাডেমির প্রধান শিক্ষক মো শাহিন আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী লন্ডন প্রবাসী মো ইমাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মো সিদ্দেক আলী, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার ও দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো আইয়ুব হোসেন, সমাজসেবক মো আশিক মিয়া, মো ফয়জুল ইসলাম, মো আমির হোসেন, মো ছাদেক আহমদ, একতা একাডেমির বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সহ সভাপতি মো এনাম আহমদ, সরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য মো ইসমাইল আলী, যুব সংগঠক মো ছালেহ আহমদ ও মোগলাবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো পাপলু।
Leave a Reply