হবিগঞ্জ প্রতিনিধি : প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হুমকিতে রয়েছে শহররক্ষা বাঁধ। তাই জনমনে আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবারে হবিগঞ্জে বৃষ্টিপাত শুরু হয়। পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পাহাড়ি ঢল নামতে থাকে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল দাশ সৈকত জানান, বুধবার বিকেল থেকে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। তবে চুনারুঘাটের বাল্লা সীমান্ত এলাকা দিয়ে পানি কমছে।
Leave a Reply