হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহা অসুস্থতার কারণে ছুটিতে যাওয়ায় বিএনপির ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে।
তিনি আরো বলেছেন, বিএনপি উন্মাদের মতো আচরণ করছে। খালেদা জিয়া ৩ মাস ধরে লন্ডনে অবস্থান করছেন। সেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করেছেন বলে গণমাধ্যমে এসেছে; কিন্তু বিদেশে বসে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
হবিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবু জাহির, সাধারণ সম্পাদক সাংসদ আব্দুল মজিদ খান ও সাংসদ কেয়া চৌধুরী।
এর আগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ সম্মেলনের উদ্বোধন করেন।
Leave a Reply