নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রধান বিচারপতি এস কে সিনহাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে তারা এই আহ্বান জানান।
সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত রায়ে প্রধান বিচারপতির অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রতিবাদে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ এই মানববন্ধনের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগের জেলা সভাপতি রুবি ফাতেমা ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, মহানগর সভাপতি আসমা কামরান ও সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর শাহানারা বেগম।
নেতৃবৃন্দ বলেন, দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে যে রায় দিয়েছে তা কোনভাবেই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহার পাকিস্তানের মতো একটি ব্যর্থ ও জঙ্গি রাষ্ট্রের সাথে বাংলাদেশের তুলনা বাঙালি জাতি মেনে নিতে পারেনা।
Leave a Reply