নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন। একই বছরে এটা তার দ্বিতীয়বার সিলেট সফর। এছাড়া আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর এই প্রথম তিনি রাজধানীর বাইরে আসছেন।
সরকার প্রধানের এই সফর সফল করতে যেমনি প্রশাসন তেমনি দলীয় প্রধানের জনসভা সার্থক করতে আওয়ামী পরিবার ব্যাপক প্রস্তুতিকাজ চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে সভা-কর্মীসভা। অবিরাম চলছে প্রস্তুতি কাজের পর্যালোচনা, যাতে কোথাও কোন ত্রুটি না থাকে।
সাজছে সিলেট বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে-বরণ করতে। পুরো মহানগরী জুড়ে নির্মিত হচ্ছে মনোরম তোরণ। শোভা যাচ্ছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। প্রচার মিছিল আর আনন্দ শোভাযাত্রাও অব্যাহত রয়েছে।
আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে ২৩শে নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে জনসভা। এতে ভাষণ দেবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সেখানে দিনেরাতে চলছে সাজসজ্জা আর বিশালাকার মঞ্চ তৈরির কাজ। সিলেট মহানগর পুলিশ কমিশনার মো কামরুল আহসান সহ অন্যান্য কর্মকর্তা এবং শনিবার দুপুরে জনসভাস্থলের প্রস্তুতিকাজ প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে কবি নজরুল অডিটোরিয়ামে। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী সহ আরো কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
রবিবার দুপুরে আসছেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা। আসছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো আবু কায়সার এবং সাধারণ সম্পাদক পংকজ দেবনাথও। তাদের উপস্থিতিতে বিকেল ৩টায় কোর্ট পয়েন্ট থেকে প্রচার মিছিল বের করা হবে।
এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেইন শুক্রবার থেকে সিলেটে অবস্থান করছেন।
Leave a Reply