নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে হযরত শাহজালাল (র) ও হযরত শাহপরান (র) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করবেন।
শুক্রবার বিকেলে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৩শে নভেম্বর সিলেট আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আহমদ হোসেন বলেন, বাংলাদেশের মানুষ উন্নয়নের জন্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। তিনিও দেশবাসীর প্রত্যাশা পূরণ করে চলেছেন। তাই জনগণ আগামীদিনেও তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান। এছাড়াও সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জাতীয় কমিটির সদস্য আ ন ম শফিকুল হক, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও আশফাক আহমদ সহ অন্যান্য নেতা বক্তব্য রাখেন।
Leave a Reply