নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ ভাটির জনপদের ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার আসছেন।
সিলেট জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রধানমন্ত্রীর পূর্ণ সফরসূচি এখনও আসেনি।
তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশপথে হেলিকপ্টার থেকে সিলেট ছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি দেখবেন।
তিনি অন্য কোনখানে নামবেন কি না জানা না গেলেও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে অনুমান করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেই সিলেট বিভাগের সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন।
Leave a Reply