নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সিলেট আসছেন। সকাল ১০টায় তিনি পৌঁছবেন ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে। সেখান থেকে সড়কপথে মহানগরীতে প্রবেশ করে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি ও হযরত গাজী বুরহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন।
শেখ হাসিনার দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
আওয়ামী লীগ সভাপতির নির্বাচনী জনসভার জন্যে মঞ্চ প্রস্তুত। নিরাপত্তা বেষ্টনীর কাজও সম্পন্ন। ইতোমধ্যে জনসভাস্থল সহ পুরো মহানগরীতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ শুক্রবার বিকেলে মঞ্চ সহ অন্যান্য কাজের অগ্রগতি দেখতে সরকারি আলিয়া মাদরাসা ময়দানে যান।
Leave a Reply