নিজস্ব প্রতিবেদক : মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমিকদের সুযোগ-সুবিধা সম্প্রসারিত করেছে। কার্যকর উদ্যোগ নিয়েছে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে। দেশের বাইরেও বাংলাদেশী শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার দুপুরে কবি নজরুল অডিটোরিয়ামে আঞ্চলিক শ্রম দফতরের সহযোগিতায় এ আলোচনার আয়োজন করা হয়।
এতে বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশে শ্রমিকদের জীবনমান অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পরিতোষ ঘোষ, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি এজাজুল হক। পরিচালনায় ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিনহা।
Leave a Reply