নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারণা শুরু করতে আগামী মাসের তৃতীয় সপ্তাহে সিলেট আসছেন।
সিলেট জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা এমন ইঙ্গিত দিয়েছেন।
তিনি জানান, ১৮ ডিসেম্বর নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মূলত এ দিন থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। তাই এদিন না হলেও পরদিন অর্থাৎ ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিলেট আসার সম্ভাবনা বেশি। অবশ্য এক-দু’দিন পরেও হতে পারে।
প্রতিবারের মতোই সিলেটে হজরত শাহজালাল (র), হজরত শাহপরান (র) ও হজরত বুরহান উদ্দিন (র) মাজার জিয়ারত করে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন। ভাষণ দিবেন সরকারি আলিয়া ময়দানে আওয়ামী লীগের জনসভায়। পরে রাজধানীতে ফিরে যাবেন।
Leave a Reply