নিজস্ব প্রতিবেদক : চা শ্রমিকদের ভূমি অধিকার প্রদান ও দৈনিক ৩শ টাকা মজুরি নির্ধারণ সহ ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
রবিবার দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সিলেটের জেলা প্রশাসক মো জয়নাল আবেদীনের কাছে এ স্মারকলিপি দেয়া হয়।
এর আগে চা শ্রমিকরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
তার জানান, তাদের শ্রমের বিনিময়ে বাগান মালিকরা কোটি কোটি টাকার মালিক হলেও তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৮৫ টাকা। এতে কোনভাবেই সংসার চলেনা। সম্ভব হচ্ছেনা সন্তানদের পড়ালেখার খরচ যোগানো। এছাড়া চা শ্রমিকরা ভূমি অধিকার পাচ্ছেননা।
Leave a Reply